Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় যুবদলের কর্মীসভা: তরুণদের শক্তি কাজে লাগানোর আহ্বান।

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মীসভা বসে।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন। তিনি বলেন, “তৃণমূলের নেতাকর্মীরাই যুবদলের প্রাণশক্তি। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”

প্রধান বক্তা এডভোকেট আনিচুর রহমান আনিচ বলেন, “দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুবদল থাকবে সামনের কাতারে।”

এ ছাড়া ঝালকাঠি সদর উপজেলা যুবদলের নেতা মাহবুবুল ইসলাম সবুজ কর্মীসভায় বক্তব্য দেন। তিনি বলেন, “আমাদের শক্তি হলো তরুণ সমাজ। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।”

কর্মীসভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাহিন মল্লিক। তিনি বলেন, “কাঠালিয়া উপজেলা যুবদল ঐক্যবদ্ধ। প্রতিটি ইউনিয়নে আমরা শক্তিশালী কমিটি গঠন করব।”

সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব জয়নাল আবেদিন। তিনি বলেন, “তৃণমূলের প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগোব।”

বক্তারা সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করার আহ্বান জানান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে যুবদলকে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।