মাগুরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, মাগুরা সদরের পারলা গ্রামের মৃ*ত রুস্তম বিশ্বাসের ছেলে মোস্তাক (৩৭) ও তার বড় ভাই মোহাম্মদ দাউদ আলী বিশ্বাস ( ৪৬)। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পি*স্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার ১৪ সেপ্টেম্বর ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে মাগুরা সদরের পারলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সেনাক্যাম্প ও সদর থানার একটি দল গোপন সংবাদ এর ভিত্তিতে পারলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মুস্তাক ও তার বড় ভাইকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। মাগুরা থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে। তাদের দুজনকে আটকের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।