Crime News tv 24
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রামপালে নাগরিক ফোরাম গঠন সভাপতি সবুর রানা, সম্পাদক এঞ্জেল মৃধা।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে নারী, যুবা ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ২০ সদস্য বিশিষ্ট এক নাগরিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় প্রেসক্লাব রামপাল এর কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম. এ সবুর রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক রিজিয়া পারভীন। শেখ আবজাল হোসেন, মোতাহার হোসেন মল্লিক, সুজন মজুমদার, হারুন শেখ, কাজী ফারজানা মুন্নি প্রমুখ।
সভায় সবার মতামতের ভিত্তিতে সিনিয়র সাংবাদিক এম. এ. সবুর রানাকে সভাপতি ও এঞ্জেল মৃধাকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি লায়লা সুলতানা, সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন ও সুজন মজুমদার।
স্থানীয় সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী, যুব এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, তাদের কণ্ঠস্বর শক্তিশালী করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিকারে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য এ নাগরিক কমিটি কাজ করবে। নাগরিক ফোরামের এই কমিটির সদস্যরা আগামী দুই বছরের জন্য কাজ করবেন।