Crime News tv 24
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ তাড়াশে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামে-০১ কৃষকের মৃত্যু।

Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মোক্তার হোসেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম ওই গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।

স্থানীয় নাজমুল হোসেন ও মোতালেব হোসেন জানান, বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন আজিজুল ইসলাম। হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপি সদস্য মোক্তার হোসেন বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।”

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে