মোসাঃ হেলালী খাতুন দীপা নিজস্ব প্রতিবেদক:-
নির্বাচন নিয়ে যেখানে সাধারণ মানুষ, এক কথায় সরকার থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ , প্রিন্ট, ইলেকট্রিক, ও বিভিন্ন টিভি চ্যানেল, এবং রাজনৈতিক বিভিন্ন দল এর ,যখন দৌড় ঝাপ শুরু , তখন থেমে নেই , প্রথমবারের মতো রাজনীতিতে আসা, বাংলাদেশ আম জনগণ পার্টি। তারই ধারাবাহিকতায়, আজ দুপুরে রাজশাহী জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সাথে, সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আম জনগণ পার্টি।
এই সময় উপস্থিত ছিলেন, মোঃ আকরাম আলী আহ্বায়ক, রাজশাহী জেলা কমিটি ।মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী জেলার সদস্য সচিব।
মোঃ শহিদুল ইসলাম নাইস ,আহ্বায়ক পবা উপজেলা কমিটি। মোছা হেলালী খাতুন, পাবা উপজেলার সদস্য সচিব। মোঃ ইউসুফ আলী, মোহনপুর উপজেলা আহ্বায়ক। মোঃ ফজলু শেখ, সদস্য সচিব মোহনপুর উপজেলা।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ নুরুল ইসলাম নয়ন, বাংলাদেশ আমজনগন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ আমজনগন পার্টির ,কেন্দ্রীয় কমিটির সদস্য। মোঃ আব্দুল ওহাব, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ সহেল রানা, ও মোঃ ইসাহাক আলী পিন্টু সহ, আরো অনেক সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে তারা নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে, সহায়ক ভূমিকা রাখার, আশ্বাস প্রদান করেন।