Crime News tv 24
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রূপসায়” রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন /রাজ্জাক সভাপতি, তৌহিদ সম্পাদক।

Link Copied!

খুলনার রূপসা রিপোর্টার্স ক্লাবের এক সভা ১৮ আগস্ট সোমবার এর বিকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে (২০২৫- ২৭) ক্লাবের ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি আ: রাজ্জাক শেখ, (জাতীয় দৈনিক যায়যায়দিন, দৈনিক অবজারভার, দৈনিক খোলা কাগজ), সিনিয়র সহ-সভাপতি শেখ মোয়াজেম হোসেন, (জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার সিনিয়র রির্পোটার), কার্যকরী সহ-সভাপতি এস এম নুর ইসলাম, (জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ সিনি: স্টাফ রিপোর্টার),

সাধারণ সম্পাদক মো: তৌহিদ উদ্দিন শেখ, (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), যুগ্ম-সম্পাদক মো: মামুন শেখ (জাতীয় দৈনিক আমার বার্তা ও আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ মো: শামীম চোধূরী, (স্টাফ রিপোটার্র দৈনিক আজকের কন্ঠস্বর), সাংগঠনিক সম্পাদক মো: গোলাম রব্বানী, (স্টাফ রির্পোটার দৈনিক জন জাগরণ), আইন বিষয়ক সম্পাদক এড. মো: রায়হান আলী, (জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন খুলনা ব্যুরো),

দপ্তর সম্পাদক ফালগুনি দাস ( জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার). প্রচার সম্পাদক গোলাম হোসেন ডালিম, (অপরাধ তথ্যচিত্র), নির্বাহী সদস্য এইচ এম রোকন (দৈনিক পূর্বাঞ্চল নিজস্ব প্রতিবেদক), নির্বাহী সদস্য খাঁন শফিকুল ইসলাম, (সম্পাদক ও প্রকাশক দৈনিক সূবর্ণ নিউজ), নির্বাহী সদস্য ফ ম আইয়ুব আলী (দৈনিক প্রবর্তন), নির্বাহী সদস্য মো: মিরাজ শেখ, (দৈনিক গণবার্তা), সদস্য মো: নাজমুল আলম মুন্না, (ভয়েস অব সাতক্ষীরা স্টাফ রিপোর্টার),

মোল্লা জাহাঙ্গীর আলম, (জাতীয় দৈনিক বাংলার দুত স্টাফ রিপোর্টার), মো: মাহাবুব আলম (জাগরণী টিভি খুলনা প্রতিনিধি), বাণীব্রত মজুমদার (প্রকাশক ও সম্পাদক দৈনিক বিশ্ব), মোঃ ফিরোজ শেখ (খুলনার বাণী স্টাফ রিপোর্টার), মো: কুরবান শেখ, (দৈনিক আজকের কন্ঠস্বর, রূপসা প্রতিনিধি), রাণী শিকদার, জাতীয় দৈনিক বাংলার দুত রূপসা প্রতিনিধি)।