ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় পৌর শহরের কেন্দ্রিয় গোবিন্দ মন্দির থেকে শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে গোবিন্দ মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬আগষ্ঠ) বিকাল ৩টায়
গৌর বসাকের সভাপতিত্বে র্যালী
শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -৩ আসনের সাবেক সাংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ,হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের আহবায়ক উপস্থিত ছিলেন, বিএনপি ‘র সহ সভাপতি মাহামুদুর নবী পান্না,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাজাহান আলী
সহ বিএনপির অনেকেই উপস্থিতি ছিলেন, আরও প্রাণ গোবিন্দ শাহা বাচ্চু সহ মন্দির কমিটির অনেকেই অংশগ্রহণ করেন।
আলোচনায় অনেকেই শুভেচ্ছা বক্তব্য সহ শ্রী কৃষ্ণের জীবন ও দর্শন, অধর্মের বিণাশ করে সত্য, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে শ্রী কৃষ্ণের
অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।