পটুয়াখালী থানাধীন বল্লভপুর গ্রামে সোহাগ (২৮) নামের এক মুদি ব্যবসায়ীকে চাঁদার দাবিতে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে।আহত সোহাগ বল্লভপুর গ্রামের আব্দুল বারেক মাতুব্বরের ছেলে।পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সূত্রে জানাগেছে, বল্লভপুর গ্রামের আব্দুল বারেক মাতুব্বরের ছেলে সোহাগ পেশায় স্থানীয় একজন মুদি দোকানদার।দীর্ঘদিন থেকে বসকবাজার এলাকার মৃত্যু মোতাহার মিরার ছেলে শামিম মীরা তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে।আহত সোহাগ আরো জানায়, শামিম মিরা পটুয়াখালী এলাকায় বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল।
হঠাৎ করে ৫ ই আগস্ট সরকার পতনের পরে নিজেকে বিএনপি নেতা পরিচয় দেয় শামীম মিরা।এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় সোহাগের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে শামীম মিরা।আর সেই টাকা দিতে রাজি না হলে সোহাগ কে মারধর সহ খুন জখমের হুমকি দেয় শামিম মীরা ও তার সাঙ্গো পাঙ্গরা।
এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বসক বাজার এলাকায় সোহাগ তার মুদি দোকানের মালামাল কিনতে গেলে প্রতিপক্ষ শামীম মীর, নাসির, মনির, মিজানুর চৌকিদার,আব্দুর রহিম হাওলাদার সহ অজ্ঞাত আট দশ জন সোহাগের পথ রোধ করে লোহার পাইপ ও লাঠী দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে।
এ সময় সোহাগের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা ও গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সোহাগের পরিবারের সদস্য তাকে মহাসড়কের পাশের রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত সোহাগ শেবাচিমের পুরুষ সার্জারি ১ ইউনিটে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।