Crime News tv 24
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এডিসি জেনারেল দল।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
আগস্ট ২, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইনালে ৩-১ গোলে পরাজিত এডিসি শিক্ষা ও আইসিটি দল শুক্রবার ( ১ আগস্ট)২৫ খ্রিঃ বিকেলে
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।


আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে এডিসি জেনারেল দল ৩-১ গোলের ব্যবধানে এডিসি শিক্ষা ও আইসিটি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রথমার্ধেই এডিসি জেনারেল দল ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে এডিসি শিক্ষা ও আইসিটি দল একটি গোল করে ব্যবধান কমালেও পরে আরেকটি গোল হজম করে শেষ পর্যন্ত ৩-১ গোলে পরাজিত হয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিঃ রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ (মারুফ)।


এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরানুল হক ভূঁইয়া, সিনিয়র সহকারী কমিশনার মোঃ ইয়াসিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ১৮৬০ সালের এই দিনে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যক্রম শুরু হয়।
১৬৫ বছর পূর্তিতে পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।
এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


এ আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াবে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনবে।