Crime News tv 24
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে বিএনপির জনসংযোগ ও লিফলেট বিতরণ।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
আগস্ট ২, ২০২৫ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণ ও রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখাকে নিয়ে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট) বিকেলে ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়ন এ জনসংযোগ অনুষ্ঠিত হয়। জনসংযোগে স্বতঃস্ফূর্তভাবে তরুনদের সরব উপস্থিতি ও তৃনমুল পর্যায়ের স্থানীয়দের অংশগ্রহনে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে।
জনসংযোগে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে ৩১ দফার মূল দর্শন তুলে ধরেন স্থানীয় নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন- এগুলো নিছক কোনো দফা কিংবা রাজনৈতিক ইশতেহার নয় – এগুলো একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মানে ভবিষ্যতের পথনির্দেশনা।
জনসংযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা অভিমত, এ ধরনের তৃণমূলমুখী কর্মসূচি শুধু রাজনৈতিক সচেতনতা নয়, বরং ভবিষ্যৎ মেরুকরণেও বড় ভূমিকা রাখছে। তরুণদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ রাজনীতিকে নিয়ে যাচ্ছে নতুন মাত্রায়। ভুরুঙ্গামারীতে বিএনপির ৩১ দফা প্রচারণা যেন তৃণমূল রাজনীতিতে নতুন এক জোয়ারের সূচনা করেছে। তরুণদের মধ্যে আশার সঞ্চার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করছে- বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশার রাজনীতিতে ফিরতে চায়।
জনসংযোগে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য মো. আজিজুল হক, ভুরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার রাজু, শাহাদৎ হোসেন সোহাগ,আন্ধারিঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক সামিউল আলম খোকা, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন মন্ডল ও সাধারণ সম্পাদক শাহজাহান প্রমূখ।