Crime News tv 24
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা/লাশ মর্গে।

Link Copied!

খুলনার সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় শুক্রবার ১ আগস্ট ২০২৫ এর রাত সোয়া ৯ টার দিকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ মসজিদের পাশে রংয়ের ঠিকাদার মনোয়ার হোসেন টগর নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, নিহত যুবক রং এর ঠিকাদার ছিল। রাত সোয়া ৯ টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়ে।

তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, আজ রাত সোয়া ৯ টার দিকে ৩ জন যুবক টগরের বাড়িতে আসে। গল্প করার একপর্যায়ে ওই ৩ জন যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে।

তিনি আরও বলেন, হত্যাকারীরা নিহতের পূর্ব পরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই আসামিরা গ্রেফতার হবেন এমনকি তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

যুবকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।