Crime News tv 24
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চলতি ট্রেনে উঠতে গিয়ে এক যুবক পা হারালেন।

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
আগস্ট ২, ২০২৫ ২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা ময়মনসিংহ রেলপথে ঢাকা হতে ছেড়ে আসা ময়মনসিংহ অভিমুখী মহুয়া কমিউটার ট্রেনে উঠতে গিয়ে পা বিচ্ছিন্ন হয়েগুরুতর আহত হলো মাসুম বিল্লাহ(২৮)নামে এক ট্রেন যাত্রী। পরে তাকে উদ্ধার করে গফরগড় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়।

আজ১ আগস্ট শুক্রবার দুপুর বারোটা গফরগাঁও রেল স্টেশনে কমিউটার মহুয়া টেনে এ দুর্ঘটনাটি ঘটে।
জেলার হালুয়াঘাট উপজেলার গাউছিয়া এলাকার মোহাম্মদ অলিউল্লাহর ছেলে মাসুম বিল্লাহ (২৮)ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে চলতি টেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনা মাসুম নামের যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যা। দুর্ঘটনায় হাঁটু থেকে পা বিচ্ছিন্ন হওয়ায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে।
গফরগাঁ রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান কমিউটার মহুয়ার ট্রেনে উঠতে গিয়ে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয় মাসুম বিল্লাহ।পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত মাসুমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।