Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
জুলাই ২৯, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা পৌর সদরের মেইন রোডে হিরো শোরুমের বিপরীত পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রসবের পর স্থানীয় চিকিৎসক আব্দুল হালিম ভ্যানযোগে মা ও নবজাতককে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ ও নিরাপদ অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন হাসপাতালে ছুটে যান। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। তারা মা ও শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় ইউএনও মাহেরা নাজনীন বলেন, “যদি প্রসূতির পরিচয় নিশ্চিত করা না যায়, তাহলে সরকারিভাবে তার এবং শিশুর সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও মানবিক সহানুভূতির জন্ম নিয়েছে।