Crime News tv 24
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাছ কাঁটাকে কেন্দ্র করে চাটখিলে আহত-০৩

জেলা প্রতিনিধি, নোয়াখালী:-
জুলাই ২৮, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

২৬ জুলাই শনিবার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পাটোয়ারী বাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে বাবুল হোসেন এর সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা সংঘাতে রুপ নেয়। এ সময় একই পরিবারের তিন জন আহত হয়।

আহত বাবুল হোসেন, নাজমা বেগম ও সাংবাদিক ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, কথা কাটাকাটি প্রেক্ষিতে শনিবার দুপুরে জসিমের ছেলে জুয়েল, রহিমা বেগম, জিনিয়া আক্তার সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে বাবুল হোসেন, নাজমা বেগম ও সুমাইয়া আক্তার গুরতর আহত হয়। বাবুল হোসেন ও নাজমা বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন।

পরবর্তীতে ফরহাদ হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের জেরে, একই দিনে চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনিস আহমেদ হানিফের সাথে দেখা করতে গেলে, তার অফিসেই ফরহাদ হোসেন ও তার স্ত্রী উপর হামলা চালায় জুয়েল সহ একদল সন্ত্রাসী। ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কা জনক দেখে দ্রুত সাংবাদিক হানিফ ও এস আই মহিউদ্দিন নাঈম তাকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরতর আহত হওয়ায় সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনিস আহমেদ হানিফ বলেন, ফরহাদ খুব ভালো ছেলে। তার বাড়িতে হামলা হওয়ায়, ফরহাদ হোসেন ও তার স্ত্রী আমার সাথে দেখা করতে আসেন। এ সময় তার উপর এই হামলা চালানো হয়। হামলায় ফরহাদ হোসেন গুরতর আহত হয়। তাৎক্ষনিক ভাবে তাকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

এ বিষয়ে চাটখিল থানার ওসি তদন্ত মোঃ আব্দুস সুলতান বলেন, এই বিষয়ে থানায় ২টি অভিযোগ ‎এসেছে, তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।