Crime News tv 24
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় জানাজার মাঠ নিয়ে উক্তেজনা সংঘর্ষের আশঙ্কা, আদালতে নিষেধাজ্ঞা।

চট্টগ্রাম প্রতিনিধি:-
জুলাই ২৭, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছুদু তালুকদার বাড়ি জানাজার মাঠ নিয়ে সংঘর্ষের আশংকা উক্তেজনা বিরাজ করছে।

এ নিয়ে ঐ এলাকার মৃত ওবাইদুর রহমান গং এর পক্ষ থেকে মমতাজুর রহমান বাদী হয়ে একই এলাকার গোলাপর রহমান এর বিরুদ্ধে পটিয়া সিনিয়র যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ে করেছে।

মামলার এজাহার সুএে জানায় যায়,
পটিয়া মৌজা আর, এস জরীপের আর, এস ৪৪৯নং খতিয়ানের আর,এস ১৩৭৭ নং দাগের ৪৩ শতকের তৎ সামিল বি,এস ৫১৫ নং খতিয়ানেরবি,এস৩২৯৯ নং দাগের ৪৩ শতক পুকুর ভূমি যাহা জানাযার মাট তথা ভিটি ভুমি হয় তৎ আন্দরে বাদীগনের দাবী ২৩.৩৩ শতক ভূমি বিরোধীয় হয়। ২নং তপশীল পটিয়া
মৌজা আর, এস জরীপের আর, এস ১৫৩২নং খতিয়ানের আর,এস ১২০০/১৩৭৮ নং দাগাদীর (১৩২+৩০)= ১৬২ শতকের তৎ সামিল বি, এস
৮৯০ নং খতিয়ানের বি,এস ৩০৫২/৩২৯৮ নং দাগাদীর ১৬২ শতক ভূমি তথা জানাজার মাট তৎ আন্দরে
বাদীর দাবী ৮৮.৪৮ শতক ভূমি বিরোধীয় হয় । ১ও ২নং তপশীলের বি,এস ১৩৭৭/১৩৭৮ নং দাগাদীর
ভূমি একই চকবন্দে স্থিত হওয়ায় বি,এস ১৩৭৭/১৩৭৮ দাগের চকবন্দ-
উত্তরে- বাদীগন, দক্ষিনে- খাল এবং কবরস্থান, পুর্বে খাল, পশ্চিমে- কবরস্থান
রয়েছে। এনিয়ে বাদী-বিবাদীর মধ্যে বিরোধ দেখা দিলে মমতাজুর রহমান বাদী হয়ে মহামান্য আদালতে মামলা দায়ে করলে আদালত উপরোক্ত বিবাদীদের এতদ্বারা অন্তর্বর্তীকালীন
নির্দেশ দেওয়া হচ্ছে যে, আবেদনের তফসিলে বর্ণিত মামলার জমির
প্রকৃতি, চরিত্র, দখল এবং যেকোনো ধরণের হস্তান্তরের ক্ষেত্রে
তাদের লিখিত আপত্তি জমা না দেওয়া পর্যন্ত কঠোর স্থিতাবস্থা
বজায় রাখতে হবে।নিষেধাজ্ঞার বিষয়ে শুনানির জন্য নির্ধারিত তারিখে রেকর্ডটি উপস্থাপন করা জন্য কারণ দর্শানোর নোটিশ জারি এবং তদনুসারে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতে আদেশে স্থানীয় জনগণ সন্তুষ্ট।

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442