বাগেরহাট জেলায় পাওনা টাকা চাইতে গিয়ে লাঞ্ছিত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ফকিরহাট উপজেলার বেতাগায়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়। উপজেলার বেতাগা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আলহাজ্ব আতিয়ার রহমান। তার প্রতিবেশী ডিম ব্যবসায়ী কুদ্দুস গাজী,বিভিন্ন সময় হাজী সাহেবের নিকট থেকে টাকা পয়সা
ধার দেনা করতেন। আবার ফেরত দিয়ে দিতেন। এক পর্যায়ে বেশ কিছু টাকা দেনা হলে,দীর্ঘদিন যাবত তার সাথে আর কোন যোগাযোগ করে না। পাওনাদার আতিয়ার হাজী, গত পরশু তার নিকট পাওনা টাকা চাইতে গেলে। কথা কাটাকাটির এক পর্যায়ে। হাজী সাহেবকে চরমভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনায় হাজী সাহেব গুরুতর আহত হয়। স্থানীয়রা হাজী সাহেবকে আহত অবস্থায় ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এ ঘটনায় গতকাল ২৬ জুলাই শনিবার ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ফকিরহাট মডেল থানা সূত্রে জানা গেছে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবেন।