জুলাই আন্দোলনে আহত হয়ে কারাবরণকারী মৌলভীবাজারের অন্যতম সক্রিয় কর্মী আব্দুস সালাম গেজেটভুক্ত আহতদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটের পর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশিত এই পোস্টটি বর্তমানে আন্দোলন সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টে আব্দুস সালাম জানান,
“৬ আগস্ট জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার প্রথম কাজ ছিল আহত ভাইদের খুঁজে বের করা। যারা আজ গেজেটপ্রাপ্ত, আমার বিশ্বাস কেউ অস্বীকার করবেন না যে তাদের খোঁজে আমার ভাই সুহেল আহমেদ তালুকদার এবং পরে আমি নিজেই গিয়েছি। আমার দেয়া তালিকাতেই বেশিরভাগ গেজেটভুক্ত হয়েছেন।”
তিনি আরও লিখেন,
“আমি নিজেও আহত হয়েছিলাম। কিন্তু তালিকায় নাম না থাকায় আজও কোনো সরকারি বা দলীয় মূল্যায়ন পাইনি। আজ পর্যন্ত ডিসি, এসপি কেউ ডাকে নাই, জিজ্ঞেসও করে নাই। অতিথি আসলে আমি অনুষ্ঠান আয়োজন করি, অথচ আমাকেই সেইসব সভায় ঢুকতে দেয়া হয় না।”
আক্ষেপ প্রকাশ করে বলেন,
“আমরা ভেবেছিলাম আমরা সুস্থ, তাই যারা প্রকৃত চিকিৎসার দরকার তাদের সুযোগ দেওয়া হোক। কিন্তু এখন দেখছি, আমার তুলনায় ১০% মাইর খায় নাই এমন লোকেরাও তালিকায়।”
তিনি গেজেটপ্রাপ্তদের প্রতি সম্মান রেখে অনুরোধ করেন,
“আপনারা সম্মান পাচ্ছেন, সুযোগ-সুবিধা পাচ্ছেন—তাই সম্মানের নামে আন্দোলন না করলেই ভালো। যারা তালিকা থেকে বাদ পড়েছেন তারা যেন আরও অবহেলার শিকার না হন।”
সবশেষে আব্দুস সালাম লেখেন,
“আমার কোনো দাবি নেই। শুধু চাইলে আমন্ত্রণ জানান। অংশ নেবো না ঠিকই, তবে অন্তত শান্তনা পাবো—‘আমাকে মনে রাখা হয়েছে।’”