দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও মানবাধিকার অঙ্গনে এক নিরলস পথচলার ১৮ বছর পূর্তি উদযাপন করলো দেশের প্রভাবশালী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “৭১ মিডিয়া ভিশন”। রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত চার তারকা স্কাই সিটি হোটেল-এর বলরুমে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন দেশের খ্যাতিমান ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া,
জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হামিদা খানম,
এনটিভির পরিচালক আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ,
খ্যাতিমান কণ্ঠশিল্পী রবি চৌধুরী,
জনপ্রিয় অভিনয়শিল্পী দিপা খন্দকার,
জাসাস নেতা লিয়াকত আলী খান,
এবং শেরে বাংলা পথকলি স্কুলের উপদেষ্টা মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী চেয়ারম্যান
এবং জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী পরিচালক আর. কে. রিপন ও সমাজসেবী গোলাম ফারুক মজনু।
এক মিনিট নীরবতা ও জাতীয় সংগীত:
অনুষ্ঠানের শুরুতেই সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
আজীবন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয় বিভিন্ন গুণীজনকে।
এবছর আজীবন সম্মাননায় ভূষিত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জমকালো সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠান পরিচালনা:
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব তানিয়া আফরিন।
বক্তব্যে গুরুত্বের প্রতিফলন:
সভাপতির বক্তব্যে সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন—
“৭১ মিডিয়া ভিশন দীর্ঘ ১৮ বছর ধরে সমাজের ইতিবাচক পরিবর্তনে সচেতন ও সাংস্কৃতিক গণমাধ্যম হিসেবে যে ভূমিকা রেখে এসেছে, তা প্রশংসনীয়।”
অন্যদিকে, মঞ্জুর হোসেন ঈসা বলেন—
“মানবাধিকার, গণতন্ত্র ও সংস্কৃতি নিয়ে আমরা কাজ করেছি বলেই ৭১ মিডিয়া আজ একটি আস্থার জায়গা হয়ে উঠেছে। আমাদের এই যাত্রা আগামী দিনে আরও বিস্তৃত হবে।”
নির্বাহী পরিচালক আট কে রিপন বলেন,
অনুষ্ঠানটি ছিল একদিকে যেমন স্মরণীয় সম্মাননার উৎসব, অন্যদিকে তেমনি একটি মানবিক ও শিল্পসচেতন মিলনমেলা। “৭১ মিডিয়া ভিশন”-এর এই ১৮ বছরের যাত্রা আগামীতেও দেশ ও জাতির কল্যাণে অব্যাহত থাকবে—এই প্রত্যাশায় সকলের প্রতি করেন।