Crime News tv 24
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
জুলাই ২৬, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে পড়ে মো. আনাস নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই)২৫ খ্রিঃ
দুপুর ১২ঃ৩০ মিনিটের সময় উপজেলার বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়া এলাকায়
মর্মান্তিক এ-ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার মোঃআবু আহমেদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শিশুরটির মা ও পরিবারের অন্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি বাড়ির বাইরে থাকা রংয়ের বড় বালতিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু আনাসকে বালতির মধ্যে পড়ে থাকতে দেখেন তারা।পরে তাকে আহত অবস্থায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে

এ- ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।