সম্প্রতি অতি বৃষ্টির কারণে পাইকগাছার পৌর সদরের মাছ কাটা সংলগ্ন শিবসা ব্রিজের বাম পাশে এপ্রোচ রোডের সিসি ব্লক অংশে বড় আকারের গর্তের সৃষ্টি সহ পূর্ব পাশের মেইন রাস্তার মাটি ধসে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি সহ পথচারীদের মাঝে এক ধরনের আতঙ্ক কাজ করছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সরজমিন ঘুরে জানা যায়, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি পাইকগাছার সোলাদানা, গড়ইখালী ও দারুলমল্লিকসহ বিভিন্ন ইউনিয়নের মানুষের খুলনার যাওয়ার একটি সহজ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন এ সড়ক ও ব্রীজ ব্যবহার করে হাজার হাজার মানুষ উপজেলা শহর সহ খুলনার উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন। পাশাপাশি শত শত কোমলমতি শিক্ষার্থী, বাস, ট্রাক, পিকআপ ভ্যান, নসিমন, করিমন, ইজিবাইক সহ মালবাহী যানবাহন চলাচল করে।
এদিকে গত বেশ কিছুদিন একটানা অতি বৃষ্টির কারনে এ ব্রীজের সিসি ব্লকের নিচের বালু ও মাটি সরে যেয়ে প্রায় ২৫/৩০ ফুট লম্বা ও ৪/৫ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ব্রিজের পূর্ব পাশের মেইন রাস্তার মাটি ও বালু সরে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক ও ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও ব্রিজে দীর্ঘদিন ধরে গাইড পোস্ট থাকায় মালবাহী গাড়ি ও ইটের ট্রলি উল্টে ইতোমধ্যে ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে জানান স্থানীয়রা। একারণে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি এম জালাল উদ্দীন বলেন, সম্প্রতি অতি বৃষ্টির কারণে এ গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া ব্রিজে দু’পাশে গাইড পোস্ট না থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন পথচারীরা।
এবিষয়ে স্থানীয় ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন, গাইড পোস্ট লাগানো সহ গর্তের স্থানগুলো দ্রুত সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।
খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক জানান, ব্রিজের গর্তের স্থানগুলো দ্রুত মেরামত করার চেষ্টা করা হবে।