নিজস্ব প্রতিবেদক:-
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে আত্মত্যাগকারী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে নীলফামারীর জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকালে জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব এ.এফ.এম তারিক হোসেন খান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “শিক্ষকের দায়িত্ববোধ যে জীবন উৎসর্গ পর্যন্ত বিস্তৃত হতে পারে, মাহেরীন চৌধুরী সেটির জ্বলন্ত দৃষ্টান্ত। তাঁর আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব জলঢাকার সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, অনিবার্ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. রোকনুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং মাহেরীনের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে আনতে গিয়ে নিজে আগুনে দগ্ধ হন সাহসিনী মাহেরীন চৌধুরী। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষার্থীদের উদ্ধার করে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই আত্মত্যাগ গোটা জাতিকে কাঁদিয়েছে।