Crime News tv 24
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় কমিশনারের পাইকগাছা উপজেলা পরিদর্শন।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
জুলাই ২৩, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত পাইকগাছা উপজেলা পরিদর্শন করেছেন। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সহ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি বিআরডিবি’র (ইরেসপো) প্রকল্পের আওতায় কিশোরীদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি ও প্রণোদনা চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও, তিনি এনজিও সংস্থা নবলোক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন সহ হরিঢালী ইউনিয়ন পরিষদ ঘুরে দেখেন।

এছাড়াও পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। একই দিনে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাও পরিদর্শন করেছেন তিনি।

পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের এডিপি ও রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, প্রাথমিক চিকিৎসার জন্য টুলবক্স, এবং ক্রীড়া সামগ্রী হিসেবে ভলিবল বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

এই সময় উপস্থিত ছিলেন বিআরডিবি খুলনার উপ-পরিচালক মোঃ নাছির উদ্দীন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।