নওগাঁর মান্দা উপজেলার জোতবাজারে গভীর রাতে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল একে একে স্বর্ণের দোকান, মোবাইল সার্ভিসিং, ওষুধ, বিকাশ, কম্পিউটারসহ মোট ছয়টি দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে চোরচক্ররা।
চুরি হওয়া দোকানগুলো হলো
১. সুভাষ স্বর্ণের দোকান
২. আশরাফুলের বিকাশ ব্যবসা
৩. রতন ডেন্টাল
৪. হিরো মোবাইল সার্ভিসিং ও ব্যাটারি
৫. শরীফ আহমেদ ফার্মেসি
৬. রানা কম্পিউটার
স্থানীয় দোকানদার জুয়েল রানা জানান, “প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে এসে দেখি ভিড়, পরে জানতে পারি দোকানগুলো চুরি হয়েছে।
চোরেরা দোকানের পেছন দিক দিয়ে টিন কেটে ভিতরে ঢুকে একই লাইনের ছয়টি দোকানে চুরি করেছে। এমনকি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে গেছে।”
এ ঘটনায় ব্যবসায়ী মহলে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও চোরদের গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নওগাঁ #