পোরশায় সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ এর ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই রোজ সোমবার বিকাল সাড়ে পাঁচটার সময় জাতীয় পার্টির উদ্যোগে পোরশা উপজেলার নিতপুর মেডিকেল মোড় দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে আলহাজ্ব মোঃ আকবর আলী কালু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পোরশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাই,এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জয়নুদ্দিন মাষ্টার, সহ-সভাপতি শামসুল হক,সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান শাহ, নিতপুর ইউনিয়ন সভাপতি আব্দুল রাজ্জাক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী (টুলু) যুব সংহতি সভাপতি মাহবুবুল ইসলাম সুমন, সদস্য মতিউর রহমান প্রমূখ।