বাগেরহাটের রামপাল উপজেলায় ভাগা সুন্দরবন মহিলা কলেজে, গরিব কৃষক,অসহায়, বিধবা ও দুস্থ পুরুষ মহিলাদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা, মাছের পোনা, উন্নতমানের বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪-জুলাই) দুপুরে বাগেরহাটের রামপালের ভাগা সুন্দরবন মহিলা কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল-মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান দিপু। তিনি বলেন,
“সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগে সমাজে ইতিবাচক পরিবর্তন ও আসবে। কৃষি উন্নয়নের জন্য এ ধরনের কার্যক্রম প্রশংসার যোগ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম। তিনি বলেন,
“আমাদের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো ও উন্নত বীজ বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবাই, এবং আমরা যারা মৎস্যজীবী প্রচুর মৎস উৎপাদন করতে হবে তাহলে আমাদের আমিষের ঘাটতি টা ও শতভাগ পূরণ হবে এবং আর্থিক ভাবেও আমরা সবাই স্বাবলম্বী হতে পারবো I
কৃষিবিদ শামীম রহমান শামীম আরো বলেন অসহায় , গরিব , পরিবারের মাঝে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা অর্থের অভাবে তাদের মেধা তালিকায় থাকা সত্ত্বেও সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না সমাজের প্রতিটি বিত্তবান মানুষ একত্রিত হয়ে নিজ নিজ এলাকায় এই গরিব , অসহায় ও দুস্ত পরিবারের শিক্ষার্থী ছেলে-মেয়ের পাশে থেকে আর্থিক সহযোগিতা করলে একদিন তারাও আমাদের দেশের জন্য মানব কল্যাণে কাজ করতে পারবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আমি আশাবাদী।
তিনি আরও বলেন আমরা যারা বিত্তবান আছি প্রত্যেকে স্ব স্ব স্থান থেকে এই অসহায় শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায় এবং আর্থিকভাবে সহযোগিতা করে তাদের মেধার বিকাশ ঘটায়।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) খুলনার প্রধান কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ মোতালেব হোসেন এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই সহায়তা কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।