Crime News tv 24
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ফকিরহাটে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা’সহ আটক-০১

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
জুলাই ১৪, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০’হাজার ৩০০’পিস ইয়াবা’সহ কামাল হোসেন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

গত শনিবার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কামাল হোসেন সাতক্ষীরা সদর থানার নাথুয়ার ডাঙ্গা এলাকার বাসিন্দা। এ ঘটনায় ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক প্রায় ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

রবিবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ প্রেস ব্রিফিংয়ে জানান, সাতক্ষীরা থেকে ইয়াবার একটি বড় চালান আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাটাখালী মোড়ে চেকপোস্ট বসায়। একপর্যায়ে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের বক্সের ভেতর কালো রঙের প্লাস্টিকের ক্যারেটের নিচে আমের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।