বারুইপুর পূর্ব বিধান সভার তৃনমূল কংগ্রেসের কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে ২১জুলাই শহীদ স্মরণে ধোষাচন্দনেশ্বর অঞ্চলের কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সভাপতি মোঃ নাজির শেখ ও বারুইপুর পূর্ব বিধান সভার কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সভাপতি ওবাইদুল্লা শেখ ও মোঃ আব্দুল হামিদ মোল্লার ঐকান্তিক প্রচেষ্টায় এবং বারুইপুর পূর্ব বিধান সভার বিধায়কের উপস্থিতে ধোষা চন্দনেশ্বরের হাইস্কুলের পার্শ্বস্থ এস এস কমপ্লেক্সে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমগ্ৰ অনুষ্ঠান তত্ত্ববোধনায় ধোষা চন্দনেশ্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সভাপতি মোঃ নাজির শেখ।১৯৪১ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আহত সৈনিকদের সাহায্য করার জন্যে প্রথম স্বেচ্ছায় রক্তদান শুরু হয়।
স্বেচ্ছায় রক্তদান হচ্ছে একটি মহৎ দান ।নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ। রক্তদান শিবির একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ যাহা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। রক্তদান একটি সামাজিক দায়িত্ব যা সমাজের প্রতি আমাদের কর্তব্যবোধ বাড়ায়। অগণিত মুমুর্ষু রোগী কে বাঁচাতে সাহায্য করেন তাদের মূল্যায়ন , স্বীকৃতি ও উদ্বুদ্ধকরণের জন্য বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। ‘ভোগে নয় ;ত্যাগেই প্রকৃত সুখ;। আমাদের ভা কাজ ভালো চিন্তা মহৎ উদ্যোগ মানবজাতির কল্যাণ বয়ে আনতে পারে ।এরূপ একটি কল্যাণকর কাজ হল রক্তদান। স্বেচ্ছায় রক্তদান অন্য মানুষের মূল্যবান প্রাণ রক্ষা পায় এবং নিজের জীবন ও ঝুঁকিমুক্তি থাকে। রক্তদানের ব্যাপারে ইসলাম ধর্মেও কোন বিধি নিষেধ নেই ।কবি বলেছেন একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন, রক্ত দিন জীবন বাঁচান এক ব্যাগে রক্তদানের বাঁচাবে একটি প্রাণ ।হাসিমুখে রক্তদান হাসবে রোগী বাঁচাবে প্রাণ। যখন পৃথিবীতে ছড়িয়ে পড়েছে অশান্তি সংঘাত আর বিদ্বেষের বাষ্প , ঠিক তখনই আমরা একবাক্যে বলতে চাই- রক্ত দিয়ে যুদ্ধ নয়, রক্ত দিয়ে জীবন জয় । বারুইপুর পূর্বের বিধান সভার বিধায়ক বিভাস সরদার এই মহতী রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন ১৯৯৩সালে ২১জুলাই মমতা ব্যানার্জি রাইটার্স বিল্ডিং এক পদ যাত্রার ডাক দিয়েছিলেন।ঐ সভায় মূল উদ্দেশ্য ছিল ছবিযুক্ত ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করা। বিক্ষোপ কারীদের উপর পুলিশ গুলি চালায়, যার ফলে ১৩ জন নিহত হয়।২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব গ্রহণের পর মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে শহীদ স্মরণে দিবস পালিত করে আসছে । মমতা ব্যানার্জির এই শহীদ স্মরণে প্রাধান্য দিয়ে এবং এই ১৩ জন শহীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা মনের স্মৃতি আঁকড়ে রাখার তাগিদে বারুইপুর পূর্বের বিধান সভার তৃনমূল কংগ্রেসের কৃষক এবং ক্ষেত মজুর সংগঠনের সভাপতি ওবাইদুল্লা শেখ ও মোঃ আব্দুল হামিদ মোল্লার পক্ষ থেকে ধোষা চন্দনেশ্বর অঞ্চলের ক্ষেত মজুর সংগঠনের সভাপতি মোঃ নাজির শেখ তত্ত্বাবধানে একুশে জুলাই শহীদ স্মরণে ধোষা চন্দনেশ্বরে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। দুই টি ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৩০০জনের অধিক স্বেচ্ছায় রক্তদান করেন ।ধোষা চন্দনেশ্বরের প্রধান সাহেবা অত্যন্ত মানবিক প্রকৃতির মানুষ বলে বিবেচিত কারন তিনি যে তাহার বিভিন্ন ধরনের কাজে ব্যাস্ত থাকা সত্ত্বেও যদি কেউ কোন সুবিধা কিংবা অসুবিধা মধ্যে পড়ে থাকে তৎক্ষণাৎ তিনি ছুটে পাশের দাঁড়ায়। এমনি চিত্র দেখতে পাওয়া গেল।এক ভদ্রলোক একটি জরুরি কাগজ নিয়ে প্রধান সাহেবা কাছে আসেন তিনি তৎক্ষণাৎ বিনাদ্বিধায় সেই কাজ টি সই করিয়ে দেন।***এ বিষয় সাংবাদিক প্রশ্ন করেন আপনি আজ ২১জুলাই শহীদের স্মরনে ধোষা চন্দনেশ্বরের অঞ্চলের কৃষক ও কৃষি ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রচুর ব্যাস্ততার মাঝেও আপনি আপনার দপ্তরের দায়িত্বে কোন ক্রমেই অবহেলিত না করে তাদের মূল্যবান সময়ের কাজ টি করেদিলেন । তিনি বলেন আমার অঞ্চলের সমস্ত সদস্য সদস্যরা আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব স্থানে নির্বাচন করেছেন।আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত । দিদির নীতি মানুষের পাশে সদাসর্বদা পাশে দাঁড়ানো।আমরা তার ই সৈনিক এবং তার দীক্ষায় দিক্ষীত। সর্বোপরি আমি মানুষ হিসেবে আমার দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো।আমি মানুষের পাশে সদাসর্বদা সুবিধা অসুবিধা পাশে থাকতে ভালো বাসি।***মাননীয়া প্রধান সাহেবা রঞ্জিতা সরদার বলেন আমাদের অঞ্চলের ছেলে এবং ধোষা পুলিশ ফাঁড়ির ভিলেজ পুলিশ দুই আমাদের এই রক্তদান কর্মসূচিতে তাদের মূল্যবান রক্তদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধান সভার বিধায়ক বিভাস সরদার, বারুইপুর ব্লকের ব্লক সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, জেলা পরিষদের মেন্টর হাজী রফিকুল হাসান ঘোরামী , বারুইপুর পূর্ব বিধান সভার তৃনমূল কংগ্রেসের কৃষক ও কৃষি ক্ষেত মজুর সংগঠনের সভাপতি ওবাইদুল্লা শেখ ও মোঃ আব্দুল হামিদ মোল্লা,ধোষা চন্দনেশ্বরের কৃষক ও কৃষি ক্ষেত মজুর সংগঠনের সভাপতি মোঃ নাজির শেখ, জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল, ইসমাইল মহাশয়,ধোষা চন্দনেশ্বর অঞ্চলের প্রধান সাহেবা রঞ্জিতা সরদার,ভবেশ রঞ্জন চক্রবর্তী, যুব সভাপতি সুব্রত মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ মন্ডল,সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গগন