নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক স্বপ্না আক্তার, স্বর্ণালী শাহ’র ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে ডিমলা স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ডিমলা রিপোর্টার্স ইউনিটি।
ঘটনার সূত্রে জানা যায়, নীলফামারী জেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের নেতৃত্বে স্বপ্না আক্তার, স্বর্ণালী শাহ’র ওপর হামলা চালানো হয়। এই হামলায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও চেয়ারম্যান আমিনুর রহমানকে পদ থেকে অপসারণের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সচেতন নাগরিকরা। বক্তারা বলেন, সাংবাদিকদের উপর বারবার এমন হামলা মুক্ত গণমাধ্যমের পথকে বাধাগ্রস্ত করছে। হামলাকারীদের আইনের আওতায় আনার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের উপর হামলা মানেই মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের মুখোমুখি করার।