Crime News tv 24
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

অপহরণের ৭দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলছেনা মামুনের।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
জুলাই ১৩, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলার গ্রাম সুগার মিল,আদর্শ গ্রাম,০৯নং ওয়ার্ড,কলমপতি ইউনিয়ন, থানা -কাউখালী জেলা রাঙ্গামাটি’ স্থানীয় বাসিন্দা (মামুন)বাড়ি হতে রাউজান যাওয়ার উদ্দেশ্যে গত সোমবার (৭জুলাই)২৫ খ্রিঃ বেলা আড়াইটার সময় বাহির হন, বাড়িতে ফিরতে দেরি করায় তার স্ত্রী শিমা আক্তার বিকেল ৫ঃ০০ টার সময় মামুনের মুঠোফোনে কল দিলে তা বন্ধ দেখায়। একপর্যায়ে রাত ৯ঃ০০ টার দিকে মামুনের ব্যবহৃত মোবাইল ফোন হতে স্ত্রী শিমা আক্তারে’র ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে, মামুন বলে আমি রাউজান আছি সমস্যা হয়েছে, তুমি রাত ১১ঃ০০ টার মধ্যে তোমার সাক্ষরিত একটি, অন্য’টি সাদা মোট (০২) দুই’টা উত্তরা ব্যাংকে’র চেকের পাতা রানীহাট ব্রয়লার মুরগী’র ফার্মে’র কর্মচারী মোঃআবুল কালাম আজাদ এর নিকট পাঠিয়ে দিও, হতভাগা স্ত্রী – স্বামী’র সকল কথায় যেন মেনেই চলছে।

কিন্তু এতো কিছু করার পরেও মামুনের খোঁজ না পওয়ার বেদনায় ভাসছেন শিমা আক্তার।
এই নিয়ে রাউজান থানা চট্টগ্রাম, এবং কাউখালী উপজেলা থানা রাঙ্গামাটি তিনি দুই’টি(২) অজ্ঞাতনামা মামলা ও করেছেন।


অন্য দিকে কামরুল হাসান নামে একজন লোক তাকে অপহরণ করছে বলে জানান তার পরিবার। মামুনকে ফিরে পাওয়ার আহাজারি ও কান্নায় ভেঙে পরছেন মা রাবেয়া বেগম।
একমাত্র -সন্তানের জননী মা রাবেয়া বেগমের স্বপ্ন আশা অনেক ছেলে মামুন’কে নিয়ে।
মামুনেরও রয়েছে ৩ -টি অবুঝ শিশু।