Crime News tv 24
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলায় জীবননগরে ক্ষতিকারক প্লাস্টিকের বোতলের বিনিময় গাছের চারা বিতরণ।

আকিমুল ইসলাম স্টাফ রিপোর্টার:-
জুলাই ১২, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

প্লাস্টিকের পণ্যের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে প্লাস্টিকের বোতলের বিনিময় একটি করে গাছের চারা বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‘সুস্থ জীবন যদি চাই,গাছ লাগানো ছাড়া উপায় নাই’ এই প্রতিপাদ্য জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপ ও প্রাইড কোচিংয়ের যৌথ উদ্যোগে শনিবার বেলা ১১ টার সময় জীবননগর মুক্তমঞ্চের সামনে থেকে সাধারণ মানুষের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়।
নাজমুল নার্সারির স্বত্বাধিকারী মো. আবুল কাশেমের সহযোগিতায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণের উদ্যোক্তা আবদুল্লাহ আল মামুন বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন চাইলে গাছ লাগানোর কোন বিকল্প নেই। এখন বর্ষা কাল গাছ লাগানোর এখনই উপযুক্ত সময়। আবহাওয়া ও জলবায়ুগত কারণে আমাদের এই অঞ্চলে গরমকালে প্রচুর তাপদহ ও শীতকালে তীব্র শীত অনুভূতি হয়। বেশি করে গাছ লাগিয়ে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি।
আর প্লাস্টিকের বোতল আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।এটি আমাদের মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। এই বিষয়ে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে আমরা একটা প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি।
গাছের চারা বিতরণ কালে সহযোগিতা করেছেন জীবননগর কমিউনিটি ফেসবুকে গ্রুপের এডমিন প্যানেলের উজ্জ্বল হোসেন, সবুজ হোসেন, সোহান হোসেন প্রমুখ।