Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ নাইমুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:-
জুলাই ৮, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার (০৭ জুলাই) বিকাল ৬টায় বাজার স্টেশন সংলগ্ন শহিদ মিনারের সম্মুখে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এর সভাপতিত্বে জুলাই পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথ সভা শেষে বাজার স্টেশন হতে এসএস রোড, মুড়ি পট্টি পর্যন্ত এক পদযাত্রা কর্মসূচি পালন করেন।

এসময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ন সংগঠক (উত্তরবঙ্গ) সারজিস আলম, জ্যৈষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সংগঠক দুতি অরণ্য চৌধুরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব এ্যাড. হুমাইরা নুর, জ্যৈষ্ঠ যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ, সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সজিব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত পথ সভায় উপস্থিত নেতৃবৃন্দগণ বক্তব্যে বলেন, আমরা নতুন দেশ গঠনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জুলাই পদযাত্রা করছি। বর্তমান প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন একটি দলের পক্ষ হয়ে কাজ করছেন। এরা জনগণের পক্ষে কাজ করছে না। এদের বিরুদ্ধে গিয়ে আমাদের লড়তে হবে। এছাড়া বর্তমান ডিসি ও এসপির দায়িত্বে যারা আছেন তারা কোন দলের পক্ষ হয়ে কাজ করবেন না বলে হুশিয়ারি করে দেন। পরিশেষে নেতৃবৃন্দগণ এনসিপির পক্ষে এস এম সাইফ মোস্তাফিজ এবং মাহিন সরকার কে সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষে কাজ করার জন্য নাম ঘোষণা করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির প্রোগ্রামে যদি আসেন, এনসিপিতে যদি যোগদান করেন, তখন আপনাদেরকে বলা হয়, কয়দিন পর তো আমরাই সরকারে আসব। আমাদের এনসিপির কোন নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, এনসিপি নেতাকর্মীরা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়-ভীতি দেখানো হয়, সেটি আমাদেরকে জানাবেন।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এইযে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া রাজনীতি ও অর্থনীতি সবকিছু নিয়ন্ত্রণ করেছে। জনগণকে জিম্মি করেছে, মানুষের টাকা লুট করেছে, ব্যাংক গুলোকে লুট করেছে, এই সকল বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই। বসুন্ধারা, এস আলম এই দুর্নীতিবাজ লুটেরাদের অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এখনো এই গণঅভ্যুত্থানের পরেও এই সকল ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।