গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১৯ পিচ ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ মোঃ রেজাউল(৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল (রবিবার,০৬ জুলাই) রাত ১০ টার সময় এসআই জনির নেতৃত্বে উপজেলার মহেশপুর ইউনিয়নে দোলাগ্রাম নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক রেজাউল শেখ উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রামের মৃত আওয়াল শেখের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩৫ গ্রাম গাঁজাসহ রেজাউলকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে যুব সমাজ রক্ষায় এবং মাদকের বিস্তার রোধে কাশিয়ানী থানা এলাকায় মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।