ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীর “মা” তৈয়বা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৭ জুলাই) ভোরে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। পরে সকাল ১১ টায় এ.বি ফুলবাড়ি স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
সাংবাদিক মোবারক আলীর মা তৈয়বা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম,সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক খুরশিদ আলম শাওন,হুমায়ুন কবির, সাবেক সম্পাদক মো: বিপ্লব, সাবেক সংসদ অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব, ঠিকাদার আবু তাহের সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে যান।