Crime News tv 24
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানের নেতৃত্বে গাছ রোপণ কর্মসূচি।

আরিফ ইসলাম আলালঃ নীলফামারী প্রতিনিধিঃ-
জুলাই ৭, ২০২৫ ২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নীলফামারী: ডিমলায় ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান আজ (৭ জুলাই, ২০২৫) ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে গাছ রোপণ কর্মসূচি পালন করেছেন। এই কর্মসূচি পরিবেশ রক্ষায় সকলকে উদ্বুদ্ধ করতে এবং এলাকার প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে সচেতনতা তৈরির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

এদিন, গোলাম রাব্বানী প্রধান সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কলেজ মাঠে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্যরা। গোলাম রাব্বানী প্রধান বলেন, “এমন পরিবেশবান্ধব কার্যক্রমগুলো আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি ভাল পরিবেশ সৃষ্টি করবে। এই উদ্যোগটি শুধু আমাদের এলাকার জন্য নয়, দেশের পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “গাছ রোপণ মানবতার সেবায় একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। সকলের উচিত গাছ রোপণ করে পরিবেশ রক্ষায় সহায়তা করা।”

এছাড়া, কর্মসূচির মাধ্যমে গাছ রোপণের পাশাপাশি স্থানীয় জনগণকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতন করারও আহ্বান জানানো হয়। পরিবেশের জন্য গাছের গুরুত্ব তুলে ধরে গোলাম রাব্বানী প্রধান সব বয়সের মানুষের প্রতি আহ্বান জানান যে, তারা যেন নিজেদের জায়গায় গাছ রোপণ করে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে।

এই গাছ রোপণ কর্মসূচি সকলের কাছে প্রশংসিত হয় এবং এলাকাবাসীকে গাছ রোপণের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সচেতন হতে উৎসাহিত করে