Crime News tv 24
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বদলগাছীর দৌলতপুর গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও লুটপাট।

Link Copied!

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের দৌলতপুর গ্রামে এক সংখ্যালঘু সম্প্রদায়ের নারীর বাড়ীতে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় কতিপয় যুবকের বিরুদ্ধে। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী কেয়া (ছদ্মনাম) বাড়িতে একা থাকাকালে একদল বখাটে সন্ত্রাশী যুবক তার ঘরে ঢুকে শারীরিকভাবে তাকে নির্যাতন ও লাঞ্ছিত করে।
স্বর্ণালঙ্কার সহ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে ঐ নারী জানান ।

স্থানীয়দের মতে, প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে কেয়া তার বৃদ্ধ শাশুড়ীকে নিয়ে একাই বসবাস করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় যুবক কুৎসা রটিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে হামলা চালায়।

উক্ত ঘটনার পরপরই স্থানীয় ওয়ার্ড সদস্য হানিফকে বিষয় টি জানানো হলে তিনি কোন ভুমিকা না নিয়ে এড়িয়ে যান বলে একাধিক সুএে জানা যায় ।

জীবনের ভয়ে এখনো থানায় কোনো অভিযোগ করেনি ঐ নারী । কারন সংখ্যালঘু হওয়ার কারণে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এলাকাবাসীর দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানালেও বখাটেদের সন্ত্রাশীর প্রভাব ও হুমকির কারণে কেউ প্রকাশ্যে এগিয়ে যেতে সাহস পাচ্ছেন না। পুরো গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।”
নওগাঁ #