বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রা-এর বিশেষ প্রতিনিধি মো. মঞ্জুর হোসেন ঈসা “শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫”–এ ভূষিত হয়েছেন।
আজ বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কেএসপি সাংস্কৃতিক জোট আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক প্রফেসর ড. হামিদা খামন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী আলহাজ্ব মো. বোরহান উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌসী আরা।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি শহীদুজ্জামান প্রধান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি অশোক ধর, বিএনপি নেতা আলহাজ্ব আহসানুল হক রাজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাম মাহমুদসহ অনেকে।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা স্মারক দেওয়া হয় সংগীতশিল্পী ফেরদৌসী আরাসহ আরও দুই বিশিষ্ট গুণীজনকে।
উল্লেখ্য, মো. মঞ্জুর হোসেন ঈসা একজন সমাজসেবক, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক সংগঠক হিসেবে বহু বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই সম্মাননা প্রাপ্তি জনসেবামূলক কর্মপ্রচেষ্টার এক অনন্য স্বীকৃতি বলে আয়োজকরা মনে করেন।