সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩ টার দিকে উপজেলার নিমগাছি বাজার চত্বরে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সুশৃঙ্খল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোনাখাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি স.ম আসমত আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মো. আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মুনসুর, কর্মপরিষদ সদস্য মো. নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “মানুষ যখন মানুষের দাসত্বে জড়িয়ে পড়ে, তখন তার জীবন থেকে শান্তি ও সুবিচার বিদায় নেয়। তাই সকল প্রকার শোষণ ও জুলুম থেকে মুক্ত হয়ে ইসলামী আদর্শ অনুযায়ী আল্লাহর বিধানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।”
“জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চায়, যেখানে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা পাবে এবং কারো উপর অন্যায়ভাবে কর্তৃত্ব আরোপ করা হবে না। আল্লাহর দাসত্বই মানুষের প্রকৃত মুক্তির পথ, যা আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও ন্যায়বিচারের পূর্ণ স্বাদ দেয়।”
এ সমাবেশে জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা, সোনাখাড়া ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শতাধিক সমর্থক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।