Crime News tv 24
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা মিরপুর সড়ক চার লেনের উন্নীত করার দাবীতে মানববন্ধন।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
জুলাই ৬, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা থেকে শাসনগাছা-মিরপুর একটি ব্যস্ততম সড়ক। এ সড়কে প্রতিদিন কয়েক লক্ষ লোক জেলা শহরে যাতায়াত করে। এ সড়কটি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাথে সরাসরি সম্পৃক্ত। ফলে এ দুই উপজেলার প্রায় তিন লক্ষ মানুষের যাতায়তের একমাত্র মাধ্যম এ সড়কটি। ব্যস্ততম এ সড়কটি চার লেনে উন্নতি করার লক্ষ্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইনের নেতৃত্বে মানববন্ধন করা হয়েছে।

শনিবার সাড়ে ১১ টায় কুমিল্লা-মিরপুর সড়কের পূর্ণমতি নামক স্থানে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে ডঃ মোবারক হোসাইন বলেন, আমাদের একটাই দাবী বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, সড়ক, বিদ্যুৎ, এবং শিক্ষা খাতে সঠিক বরাদ্দ। আমরা চাই সুষ্ঠু শাসন, যা আমাদের স্বপ্ন পূরণের পথ দেখাবে। জনগণের অধিকার রক্ষায় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, যতদিন না দাবি পূর্ণ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য , বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাড. আব্দুল আউয়াল, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার ও ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমীর রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবক সহকারী অধ্যাপক রবিউল আলম, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তাজুল ইসলাম,ছাত্রনেতা আফনাম মুজাহিদ, মাসুদ মৈশান,সুজন চৌধুরী এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।