ভারতীয় ভূখণ্ডে মৃত ব্যক্তির মরদেহ বাংলাদেশে বসবাসরত পরিবারকে শেষবার দেখার সুযোগ দিয়ে সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার পর সৌহার্দ্য ও শান্তিপূর্ণ ভাবে মরদেহ দেখানো কাজ শেষ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান জানান, জগন্নাথপুর বিওপি এলাকার সীমান্তের মেইন পিলার ৯৬/৮-এসের বিপরীতে ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের অভ্যন্তরে বসবাসরত ভারতীয় নাগরিক নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রামের ফকির চাঁদের স্ত্রী মরহুমা লোজিনা বেগম (৮০) নিজ বাড়ীতে শারীরিক অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। ভারতীয় নাগরিকের মেয়েসহ নিকট আত্মীয় জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাংলাদশের জয়পুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছে। ভারতীয় ভূখন্ডে মুত্যুবরণকারী মাকে দেখতে বাংলাদেশে বিয়েসূত্রে বসবাসরত মেয়ের শেষ দেখার অনুরোধের প্রেক্ষিতে বিজিবি-বিএসএফের সমন্বয়ে মানবতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মরহুমার নিকট আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সীমান্তের মেইন পিলার ৯৬/৮-এস এর নিকট শুন্য লাইনে অবস্থান নেয়া হয়। লোজিনা বেগম মৃত্যুকালে ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তিনি বিভিন্ন দূরাব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
অসুস্থ থাকাবস্থায় গত সোমবার (২ জুন) রাতে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তার দু’মেয়ে বিয়েসূত্রে স্বামী সন্তান নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস কর আসছেন।
আজাদ হোসেন/চুয়াডাঙ্গা।
০১৭১১-২১৭৩৯০