Crime News tv 24
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে দলিত সম্প্রদায়ের সাথে বিএনপি’র আলোচনা সভা।

হারুন শেখবাগেরহাট জেলা প্রতিনিধি:-
নভেম্বর ৫, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে দলিত সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলার ফয়লাহাট বাসস্টান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও রামপাল-মোংলা ও ফকিরহাট আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, সমাজের সব ধর্ম-বর্ণ ও গোত্রের মানুষ এ দেশের নাগরিক। সমাজে সহাবস্থানের মাধ্যমে সবাই রাষ্ট্রের কাছে সমান। আমরা সবাই মানুষ। আমাদের এ দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কর্ম সংস্থান, তাদের লেখাপড়া নিয়ে বিএনপি কাজ করছে। আগামীতে বিএনপি সমর্থন পেয়ে সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থানের ব্যাবস্থা করবে। যা তারেক রহমান তার রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্ট করেছেন। অনুষ্ঠানে আগত দলিত সম্প্রদায়ের নারী ও পুরুষের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এই নেতা। অনুষ্ঠানে দলিত সম্প্রদায়ের বেশকিছু নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। এ ছাড়াও রামপাল উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।