Crime News tv 24
ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঈসলামপুর থেকে কেটে নেওয়া গর্জন জালালাবাদের শামশুর স’মিল থেকে উদ্ধার।

ঈদগাঁও প্রতিনিধি:-
মে ২৮, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের শামশু’র স’মিল করাত কল থেকে আনুমানিক ৬০ হাজার টাকা’র গর্জন গোল কাঠ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ২৭ মে দুপুরে বর্ণিত ইউনিয়নের পরাজী পাড়া এলাকায় বন বিভাগের অভিযান চালানো হয়। এসময় স’মিলে থাকা ২৫টুকরো আনুমানিক ৬০ ঘনফুট গর্জন গোল কাঠ জব্দ করা হয়।এর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা হতে পারে বলে ধারণা করা হয়েছে।

বন বিভাগের সূত্রে জানা যায়, অভিযানের আগের দিন রাতে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের নাপিত খালী বিটের ভিলেজার পাড়া নামক এলাকা থেকে এ গর্জন গাছ গুলো কর্তন করে।

জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের নির্দেশনায় ফুলছড়ি রেঞ্জে কর্মরত সহকারী বন সংরক্ষণ (এসিএফ) শীতল পালের নেতৃত্বে ফুলছড়ি রেঞ্জে কর্মরত সহকারী বন সংরক্ষক মোঃ রাশিক আহসান, ফুলছড়ি বিট কর্মকর্তা জোয়েল চৌধুরীসহ বন কর্মীরা বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ টুকরো ৬০ঘনফুট গোল কাঠ জব্দ করে নাপিত খালী বিট কার্যালয়ে নিয়ে আসা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নাপিত খালী বিটে কর্মরত বিট কর্মকর্তা জোয়েল চৌধুরী বলেন, নাপিত খালী বিটের ভিলেজার পাড়া এলাকা থেকে কেটে নিয়ে যাওয়া গর্জন কাঠ জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানতে চাইলে ফুলছড়ি রেঞ্জে কর্মরত সহকারী বন সংরক্ষক রাশিক আহসান বলেন,গর্জন গাছগুলোর দিকে অনেকের চোখ রয়েছে। সে কারণে অনেকে রাতের অন্ধকারে গাছগুলো কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।গোপন সংবাদের ভিক্তিতে সংবাদটি পেয়ে গাছগুলো জব্দের পর নাপিত খালী বিট কার্যালয়ে আনা হয়েছে।এই গাছ কাটার পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: মারুফ হোসেন বলেন, প্রায় ৬০ হাজার টাকার কিছু গর্জন কাঠ উদ্ধার করা হয়েছে।এই কাঠগুলো ফুলছড়ি রেঞ্জের নাপিত খালী বিট এলাকা থেকে কেটে নিয়ে যাওয়া গর্জন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রেঞ্জ অফিসার কে নির্দেশনা দেওয়া হয়েছে।