মাহাবুব মন্ডল, আশুলিয়া প্রতিনিধি:-
ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ার পলাশবাড়ী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরে এক প্রতিবাদ সভা ও সংহতি প্রকাশ করেছেন ভিলেজ ইলেকট্রিশিয়ানরা ।
মঙ্গলবার (২৭ মে) দুপুর তিন ঘটিকায় পবিস-১ এর সদর দপ্তরের সভাপতি বছির আহমেদ এর নেতৃত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আরইবি কর্তৃক দীর্ঘ তিন মাস প্রশিক্ষণের মাধ্যমে আমরা নিয়োগ প্রাপ্ত হয়ে আমাদের ইলেকট্রিশিয়ানদের নাম অনলাইন সার্ভারের সংযুক্ত করা হয় কিন্তু গত দুই মাস যাবৎ আমাদের নাম অনলাইন সার্ভার থেকে মুছে ফেলা হয় । তাই আমরা পবিস-১ সদর দপ্তর সহ মোট ১০টি জোনাল অফিসের সকল ভিলেজ ইলেকট্রিশিয়ানরা সার্ভারে পাসওয়ার্ড সংযুক্তকরন, কাজের মজুরি পূর্ণ নির্ধারন ও দালাল মুক্ত পল্লী বিদ্যুৎ সমিতি বাস্তবায়নের লক্ষ্যে এই প্রতিবাদ সভার আয়োজন করেছি। এ বিষয়ে, উপস্থিত নেতৃবৃন্দ সহ সকলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সাধারন সম্পাদক সেলিম হোসেন (পবিস-১ এর সদর দপ্তর), সভাপতি আমজাদ হোসেন (কালিয়াকৈর উপজেলা পবিস-১ জোনাল অফিস), সাঃ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন (কালিয়াকৈর পবিস-১ জোনাল অফিস), সাংগঠনিক সম্পাদক লুৎফর মোল্লা (পবিস-১ এর সদর দপ্তর) ও সাইদুর পালোয়ানসহ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সদর দপ্তর সহ মোট ১০টা জোনাল অফিসের মোট ১৬২ জন সদস্যবৃন্দ ।
২৭/০৫/২০২৫ ইং।
আশুলিয়া, ঢাকা।