Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
মে ২৭, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

বুড়িচং উপজেলার ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা, কবিতা আবৃতি ও গজল ২৭ মে, মঙ্গলবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জানতে হলে নজরুল এর বই পড়তে হবে আর নিজেকে ভালো মানুষ হিসেবে গড়তে হলে পাঠ্য বই ছাড়াও বিশিষ্ট লেখকদের বই বেশি বেশি পড়ার অভ্যাস করতে হবে।
তিনি আরও বলেন, ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও অন্যান্য সহকার্যক্রম দেখে মুগ্ধ হলাম। প্রতিটি প্রতিষ্ঠানকে লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশের জন্য সহকার্যক্রমের বিকল্প নেই।
স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো.মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ খোরশেদ আলম।
সহকারী শিক্ষক ওমর ফারুক সিয়ামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিরিন আক্তার, মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী।