Crime News tv 24
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।

Link Copied!

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৯ মে (সোমবার) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সভাপতিত্ব করেন শাখা সভাপতি এম এ জলিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, উপদেষ্টা মোঃ আলমগীর গনি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা ও আধুনিক সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।