সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএসএফ গ্লোবালের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্য চিকিৎসা প্রদান ১৪ মে ২০২৫ বুধবার সকাল ১১ টায় গাড়াদহ ইউনিয়ন পরিষদের হলরুমে বাংলাদেশ সেরিব্রাল পালসি রেজিষ্টার বিপিসিআর প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন . ডা. শফিউল ইসলাম, প্রোগাম ম্যানেজার ড. রাজিন আশরাফ, গাড়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন সিএসএফ গ্লোবাল প্রতিষ্ঠানটি উপমহাদেশের প্রখ্যাত চক্ষু চিকিৎসক সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রফেসর ড. এম. এ মতিন প্রতিষ্ঠা করেছিলেন সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান অব্যাহত রেখেছেন তারই সুযোগ্য সন্তান প্রফেসর ড. এম এ মুহিত সারা দেশে এ কার্যক্রম কার্যক্রম চলমান থাকায় হাজার হাজার প্রতিবন্ধী শিশুর চিকিৎসার ব্যবস্থা করায় প্রফেসর ডা.এম এ মুহিতের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান অতিথি চেয়ারম্যান আব্দুল জব্বার
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রজেক্ট রিসার্স কো-অর্ডিনেটর সিমিয়ন গালিভার মং
এম. রওশন আলম
বিশেষ প্রতিনিধি
তারিখ : ১৪-০৫-২৫