ময়মনসিংহে রেল কর্তৃপক্ষ রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় দুই শতাধিক দোকান ঘর সহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ ১৪ মে বুধবার সকাল ১১ টা হইতে দুপুর পর্যন্ত নগরীর সানকিপাড়া বাজারে রেলের সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানটি সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী কর্মকর্তা ও রেলওয়ে বিভাগীয় ভৃ সম্পত্তি কর্মকর্তা উপসচিব নাসির উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
রেলওয়ে কর্মকর্তা জানান রেলের জায়গা সুরক্ষা করা ও ঝুঁকিপূর্ণ অবস্থা ট্রেন চলাচল করায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবেন এই জায়গা পুনরায় নিউজ দেওয়া হবে কিনা। নগরীর অন্যান্য রেলওয়ে জায়গাতে অভিযান পরিচালিত করা হবে। রেলওয়ে বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা উপসচিব নাসির উদ্দিন মাহমুদ জানান একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ এই জায়গা তাদের ভোগ দখলে নিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছে লিজ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি দীর্ঘদিন যাবত এখানে তারা ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। প্রায় ৫০ বছর যাবত সানকিপারা রেল ক্রসিং বাজার প্রতিষ্ঠিত হয়। যার ফলে অনেক ব্যবসায়ী এখানে ব্যবসা-বাণিজ্য করে আসছিল।
এ উচ্ছেদ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করেন।