এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
হামাসের একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, গাজার ওপর দখলদার ইসরায়েল যেভাবে পরিকল্পিতভাবে ক্ষুধা ও পিপাসা ছড়িয়ে দিচ্ছে, সেই প্রেক্ষাপটে কোনো যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন। ফ্রান্স প্রেসকে দেয়া এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাঈম বলেন, “যখন গাজায় দখলদারদের দ্বারা ক্ষুধা ও গণহত্যার নীতি বাস্তবায়িত হচ্ছে, তখন তাদের সঙ্গে কোনো পরোক্ষ আলোচনা কিংবা যুদ্ধবিরতির নতুন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের (বিনিয়ামিন) নেতানিয়াহুর সরকারকে এই ক্ষুধা, পিপাসা এবং হত্যাযজ্ঞ বন্ধে চাপ প্রয়োগ করা।