জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর যুব সংগঠন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩মে) ঢাকা পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় অফিসে সভাপতি মাওলানা তাহফিমুল হক হবিগঞ্জীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইসহাক কামাল -এর পরিচালনায় বিকাল ৩ঘটিকার সময় সম্পাদক মণ্ডলীয় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সম্পাদক মণ্ডলীর সু-চিন্তিত পরামর্শে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশেষ করে সকল বিভাগে যুব সম্মেলন করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়। সেজন্য সকল বিভাগীয় সফর করার তারিখ নির্ধারণ ও দায়িত্বশীল ঠিক করা হয়।
এর সাথে সাথে এই সিদ্ধান্ত হয় যে, বিভাগীয় যুব সম্মেলন সামনে রেখে ৩০শে জুলাই এর ভিতরে সকল জেলা, উপজেলা ও মহানগর কমিটির মধ্যে যে-সকল কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে সেগুলোর কাউন্সিল করতে হবে।