Crime News tv 24
ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ফ্যানের সাথে ঝুলন্ত ব্যাংক কর্মকর্তার লাশ, উদ্ধার করলেন পুলিশ

Link Copied!

নড়াইলের লোহাগড়ায় মোঃ রাহাজ কাজী (৩২) নামের এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শনিবার (৩ মে) লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত্যু জয়নাল কাজীর ছেলে মোঃ রাহাজ কাজীর মরদেহ তার নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মোঃ রাহাজ কাজী তিনি ঢাকা ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত্যু রাহাজ কাজী ও তার স্ত্রী ঢাকাতে থাকতেন বৃহস্পতিবার (১ মে) ঢাকা স্ত্রীকে রেখে বাড়িতে আসেন। মোঃ রাহাজ কাজী গত শুক্রবার রাতে বাড়ির পরিবারের সাথে খাবার খেয়ে নিজ রুমে ঘুমাতে যায়। শনিবার সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে তার মা অনেক ডাকাডাকি করে, কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজনদের ডেকে এনে ঘরের দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে দেখে সে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলে আছে । পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মোঃ রাহাজ কাজীর মরদেহ উদ্ধার করে।
আরো জানা যায়, সে গলায় ফাঁস নেয়ার আগে একটি চিরকুট লিখে রেখে গিয়েছে। তাতে সে উল্লেখ করেছেন, সে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে। এবং তার মরদেহ তার বাবার কবরের পাশে দাফন করার কথা উল্লেখ করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, মৃত্যু মোঃ রাহাজ কাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।