Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লেবানন হামাসকে সতর্ক করলো: “জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না”

admin
মে ২, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
লেবানের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ শুক্রবার ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসকে সতর্ক করে বলেছে, তারা যেন লেবানের ভূখণ্ড ব্যবহার করে এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয় যা দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। সম্প্রতি ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে রকেট হামলার জবাবে, ইসরায়েল লেবানের দক্ষিণাঞ্চল ও বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায়।

লেবাননের প্রতিরক্ষা পরিষদের এক বৈঠকের পর প্রেসিডেন্ট জোসেফ আউন-এর নেতৃত্বে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, “হামাসকে সতর্ক করা হচ্ছে যেন তারা লেবানের মাটি ব্যবহার করে কোনো কর্মকাণ্ড না চালায় যা দেশের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করে।”

পরিষদ আরও জানায়, “লেবানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”